বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও নিত্যপন্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু করা, জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যবস্থা, জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করাসহ বিভিন্ন দাবীতে কৃষক-শ্রমিকের পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় গনতন্ত্র অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে গনতন্ত্র অভিযাত্রা বুড়িচং উপজেলার ভরাসার বাজার হতে শুরু করে বুড়িচং সদর, ব্রাহ্মণপাড়া সদর, চান্দলা বাজার ও সর্বশেষ শিদলাই বাজারে এসে এক আলোচনা সভার মধ্যে দিয়ে গনতন্ত্র অভিযাত্রাটি শেষ হয়।
এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ ক্বাফী রতন এর নের্তৃত্বে গনতন্ত্র অভিযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং জনসাধারণের মাঝে কমিউনিস্ট পার্টির বিভিন্ন দাবী তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এসময় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।