জানুয়ারি ২৫, ২০২৫

শনিবার ২৫ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Comilla Brahmanpara Chandla Union volunteer workers rally held
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৩টায় চান্দলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা আবুল কালাম আজাদ।

এতে চান্দলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহেল রানা এর পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ভূইঁয়া বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন,
উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক সরকার, যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. জামাল হোসেন রেজভী, গাজী সাইদুল ইসলাম এমরান, মো. মনির হোসেন, মো. মনিরুল ইসলাম, শরাফত উদ্দিন সরকার, এমদাদুল হক সবুজ, মো. ফারুক আহাম্মেদ, মো. কবির হোসেন, শাহ জালাল সরকার।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মো. নাজমুল হাছান, চান্দলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শওকত আলী ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, জাকির হোসেনসহ স্বেচ্ছাসেবদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু। এতে মোঃ বিল্লাল হোসেনকে সভাপতি ও মোঃ সোহেল রানা’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত নের্তৃবৃন্দরা।