জানুয়ারি ১৭, ২০২৫

শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাফি’র দাফন সম্পন্ন

Rising Cumilla - Burial of veteran state politician Syed Abdul Kafi completed at Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাফি (৮৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে তিনি গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পরে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আসর উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার পূর্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।
পরে উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে একমিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।
জানা গেছে, সৈয়দ আব্দুল কফি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা। ‘বঙ্গবন্ধু থেকে আজকের বাংলাদেশ’ এই দীর্ঘ সময় রাজনীতির উত্থান পতনের স্বাক্ষী ছিলেন প্রবীণ ও বষির্য়ান এই রাজনীতিবিদ। তিনি চান্দলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন ও কুমিল্লা দক্ষিণ আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল কাফি নিজ এলাকায় “চান্দলা গাউছিয়া আলিম মাদ্রাসা” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সৈয়দ আব্দুল কাফি অসুস্থ ছিলেন। তিনি গত বুধবার দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলের, পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজয়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট রেজাউল করিম, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, এডভোকেট এনামুল হক কাজল, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান, শাহ আলম ডিলার, শাহ আলম ঠিকাদার, মনিরুল হক ঠিকাদারসহ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।