৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ জানুয়ারি) মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের মেলায় ২০টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।
এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ মেলার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম অন্যান্য কর্মকর্তাদের নিয়ে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক তিনি ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
মেলায় কলেজ পর্যায়ে "বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজ প্রথম, স্মার্ট সিটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ ও এইচআইভি ভ্যাকসিন উপস্থাপন করে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে।
এছাড়া স্কুল পর্যায়ে ভগবান সরকারি উচ্চ প্রথম, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন।
পরে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও ছামিউল ইসলাম।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, প্রভাষক আখতার হোসেন আখন্দ, প্রভাষক মোক্তার হোসেন, গণমাধ্যমকর্মী, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC