জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে এই ধানের চারা বিতরণ করা হয়। ধানের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুর রহমান সেলিম, হাফেজ মনির হোসেনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

ধানের চারা পেয়ে কৃষকরা খুশি হয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এধরনের কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানায় জামায়াতে ইসলামী।