কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের এক পুকুরের পাড় থেকে রিফাত ইসলাম নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত ইসলাম (১৬) ওই এলাকার তারু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রিফাত ইসলাম ঢাকার একটি দর্জি দোকানে কাজ করতো। সেলাই মেশিনের দায়িত্ব দেয় না বলে সেখান থেকে রাগ করে বাড়ি চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় যেতে জোর প্রয়োগ করলে সে সোমবার বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন মঙ্গলবার সকালে তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে থেকে ইঁদুর মারার ওষুধের দুটি খালি প্যাকেট ও কলম উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দেবীদ্বার সার্কেল ) বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC