নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Brahmanpara Police Station, Cumilla
ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার থানা পুলিশ রবিবার রাতে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুন নবী (২৭) ও মোঃ তপন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে ০১টি পিকআপ গাড়ি থামানোর পর তল্লাশি করে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ওয়াহিদুন নবী ও মোঃ তপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।