জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলীর দাফন সম্পন্ন

Burial of freedom fighter Sharafat Ali with state honor in Brahmanpara of Comilla completed
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। 

সোমবার ( ৫ জানুয়ারি ) দুপুরে উপজেলা মডেল মসজিদের পাশে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও  ) মো. ছামিউল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপপরিদর্শক ( এসআই ) আবুল হাছানাতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে উপজেলার চান্দলায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবুল কাশেম, সুবেদার ফজলুল হক, আবুল হাসেম, ফুল মিয়া কমান্ডার, রমিজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী ( ৭৭ ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা পদুয়া সরকার বাড়ির মৃত দুদু মিয়া ছেলে। তিনি বিভাগীয় হিসাব রক্ষক পদে চাকরি শেষে অবসর গ্রহণ করেন। তিনি রোববার দিবাগত রাত সোয়া ৪টার দিকে উপজেলা সদরের দীর্ঘভূমি এলাকায় তাঁর নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।