জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

Rising Cumilla - Cumilla's Brahmanpara Shasidal union Jamaat-e-Islami worker rally
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। ইসলামি সংগীত পরিবেশন করেন গোমতী শিল্পগোষ্ঠীর সদস্যরা।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শশীদল ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ আবদুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও এ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর উলামা বিভাগ হাফেজ মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আহসানুর রহমান হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, অধ্যাপক রফিক ফয়েজী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি আবু কাউসার আরমান।

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাঈন উদ্দিন সাঈদ, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার, জামায়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।