ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

Rising Cumilla - Martyred Intellectuals and Great Victory Day preparation meeting at Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় এ দুটি দিবস উদযাপনে জাতীয় কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আসন্ন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, আশা করি সবার সহযোগিতায় একটি উৎসবমুখর পরিবেশে আগামী ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উদযাপিত হবে। দিনটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সবাই যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন ও সহযোগিতা করবেন।

এসময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সুলতানা ইলিন, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদিন, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম আবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার বিডিপি কর্মকর্তা লিনুফার ইয়াসমিন, উপজেলা জামায়াতে ইসলামির আমীর মো. রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোস্তফা জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মো. হাবীবুর রহমান, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।