কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) বোরো (হাইব্রীড) বীজ ও সার এবং শাকসবজির বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তফাজ্জল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে ৬ হাজার ৫শত জনকে বোরো (উফশী) বীজ ও সার, ১ হাজার ৪শত জনকে বোরো (হাইব্রীড) বীজ ও সার, ৮শত জনকে শাকসবজি বীজ ও নগদ ১ হাজার টাকা, ১ হাজার ২শত জনকে সবজি (হাইব্রীড) বিভিন্ন প্রকারের বীজ ও সার প্রদান করা হয়। এসব বীজ ও সার পেয়ে খুশি প্রান্তিক কৃষকরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC