"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তলন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সূচনা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম ও সমবায় পতাকা উত্তলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান।
পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা সদর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
সমবায়ী এনামুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত, সমবায়ী শাহজালাল সরকার।
এছাড়া সমবায়ী কবির আহমেদ ভূইয়া, আলমগীর হোসেন, নূর আলম, আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC