ফাতেহা ইয়াজদহম উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গাউছিয়া কমিটির কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত গাউছিয়া কমিটি বাংলাদেশ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে ও শিশু-মাতৃ হসপিটালের সৌজন্যে আলতাফ আলী বেবী কেয়ার স্কুল মসজিদে ১৯তম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে কোরআন শরীফ পাঠ ও জিকির-আজকার করা হয়। এতে গাউছিয়া কমিটি বাংলাদেশ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা এ.এস.এম নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ও হাফেজ মুহাম্মদ খাইরুল বাশার এর যৌথ পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ এর উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা এ.এস.এম নূর মোহাম্মদ।