নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু

Rising Cumilla - murder
লাশ | প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আঠারো মাস বয়েসী রাফসানা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু রাফসানা ওই এলাকার সোহেলের মেয়ে।

মৃতের পরিবার জানায়, রোববার সকালের দিকে শিশু রাফসানা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার বলেন, শিশু রাফসানা সম্পর্কে আমার নাতনি লাগে। রোববার সকালে রাফসানা সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আসিফ মোহাম্মদ তকি বলেন, হাসপাতালে আনার অন্তত আধাঘন্টা আগেই পুকুরের পানিতে পড়া শিশু রাফসানার মৃত্যু হয়েছে।