"মানুষ মানুষের জন্য" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে হোমিওপ্যাথি ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র, সাহেবাবাদ ডিগ্রি কলেজ আশ্রয়ন কেন্দ্র ও চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ আশ্রয়ন কেন্দ্রে উপজেলা ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে এই হোমিওপ্যাথি ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এতে প্রায় ১ হাজার আশ্রয়ন ও বন্যার্তদের মাঝে এই ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় কুমিল্লা জেলার ১৫০ জন হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের থেকে এরকম সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা। এতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ডাঃ মোঃ ইউনুছ সরকার এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের উপদেষ্টা ডাঃ নঈম কাদের, ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) ডাঃ আ.ন.ম বদর উদ্দিন, কুমিল্লা জেলা ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক রোটাঃ ডাঃ মোঃ আবদুছ ছাত্তার ভূইয়া (মহিউদ্দিন), ডাঃ মোঃ শহিদুল ইসলাম ফেনী, ডাঃ মোঃ খাইরুল আমিন, ডাঃ মোঃ মোস্তফা, ডাঃ ছাদ্দাম, ডাঃ বিল্লাল, ডাঃ গোলাম রসুল, ডাঃ বেলায়েত, ডাঃ বাহারসহ উপজেলা ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের সকল ডাক্তাররা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC