ভারী ভর্ষণ ও উজানের ঢলের পানিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতী নদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স ম আজহারুল ইসলামের এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বৃহস্পতিবার বিকালে মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকায় বেড়ীবাঁধের উপরে উঠে আসা লোকজনের হাতে হাতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় মনোহরপুরে ১২০ টি ও মনোহরপুরে ৩০ টি পরিবারের মাঝে এ খাদ্যগুলো বিতরণ করা হয়।
এসময়, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. কামাল উদ্দিন, বৈষময়বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC