নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের সাথে মাঠে নেমেছে সেনাবাহিনী ও থানা পুলিশ

Rising Cumilla - Army and Thana police have entered the field with the administration in Brahmanpara of Cumilla
ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের সাথে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

সেই সাথে কোন প্রকার গোলযোগ তৈরি, খাল ভরাট, ড্রেজার ব্যবহার, মাদক পরিবহন, বিক্রয় কিংবা সেবন, চোরাচালান, গাড়ি অবৈধ পার্কিং, চাঁদাবাজির সাথে কাউকে জড়িত প্রমাণ পেলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় প্রশাসন।

এবিষয়ে সকলকে সাবধানতা অবলম্বন এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। দীর্ঘদিন পর থানা পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।

সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর নের্তৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল যৌথভাবে উপজেলার বিভিন্ন জায়গা টহল দিয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে সেনাবাহিনী ও থানা পুলিশ। সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।