কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেঁতাভূমি গ্রামে তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কে নির্মিত সেতুতে ভাঙন ধরেছে। বিকল্প না থাকায় বাধ্য গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হতে হচ্ছে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
সম্প্রতি সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কে নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই বেশ কয়েক দিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ফলে স্থানীয় তেঁতাভূমি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ওই এলাকার বাসিন্দাদের যানবাহনে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই হেঁটে এবং বাইসাইকেলে করে বাসিন্দারা পার হচ্ছেন।
তেঁতাভূমি উচ্চবিদ্যালয়ের ছাত্রী শারমিন সুলতানা বলেন, ‘সেতুটির ঢালাই ভেঙে পড়ার পর থেকে স্কুলে যেতে ভোগান্তি বেড়েছে। সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন প্রায় কয়েক শ ছাত্রছাত্রী হেঁটে স্কুলে যাতায়াত করে। এতে সময় বেশি লাগে। অনেকে ঝুঁকি নিয়েই অটোরিকশা দিয়ে ভাঙা সেতু পারাপার হন। যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। সেতুটি দ্রুত মেরামত করা হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অনেক উপকার হবে।’
উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সেতুটি মেরামতের প্রস্তাব পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুটি সংস্কারের বিষয়টি অনুমোদিত হয়েছে। আশা করছি খুব দ্রুত সেতু সংস্কারের কাজ শুরু হবে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC