সড়ক নয় যেনো মরণ ফাঁদ! একটু বৃষ্টি হলেই সড়ক হয়ে উঠে মরণ ফাঁদ। ঘটে ছোট-বড় সড়ক দূর্ঘটনা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান সড়কের বেহাল দশা। দেখার যেনো কেউ নেই।
ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই প্রধান সড়কের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে পড়ছেন জনগন। ক্ষোভে বিভিন্ন কথাবার্তা বলছেন পথচারীরা।
সরেজমিন রবিবার সকালে গিয়ে দেখা যায়, উপজেলার একমাত্র থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের যাবার রাস্তার সামনে অনেক খানাখন্দে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে খানাখন্দে ব্যাপক দূর্ভোগ হয়। এক পশলা বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ায় চলার অনুপযোগী হয়ে যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির এই অবস্থা হলেও এই বিষয় নিয়ে দেখার কেউ নেই। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগন যাতায়াত করেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা এই রাস্তায় হওয়ায় আরও ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। জনগন সঠিক সময়ে তার সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে। জনগন প্রশাসনের কাছে দাবী করে বলেন এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC