সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঝড়-বৃষ্টিতে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি

In Cumilla's Brahmanpara, there was a massive loss of rural electricity due to the storm
ছবি: সংগৃহীত

গত দুইদিন মঙ্গলবার ও বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আওতাধীন ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এতে করে পল্লী বিদ্যুতের বিভিন্ন স্থানে খুঁটি, তার ছিড়া, ক্রস আর্ম, গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ো বৃষ্টিতে ৩৫-৪০ টি স্থানে তাড় ছিঁড়ে যায়, ৮-১০ টি খুঁটি ভেঙে যায়, ক্রস আর্ম ৬ টি স্পটে ভেঙে যায়, ২শত থেকে ৩শত স্থানে গাছ পড়ে তাড় ছিড়ে যায়, ট্রান্সফরমার ৫ টি নষ্ট হয়ে যায়। সবমিলিয়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া উপজেলাবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা ঈদের ছুটি বাতিল করে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে ২০-৩০ জন লাইনম্যান কাজ করছে।

ঈদের ছুটি বাতিল করে তারা কাজে যোগদান করেছে। বিদ্যুত সরবরাহে কাজ করায় পল্লী বিদ্যুত অফিসের প্রতি উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।