মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে বোরো বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে বোরো বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী ও হাইব্রীড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। এতে উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তফাজ্জল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান। এ

সময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মান্নান, মোস্তফা কামাল, শামীমুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫শত কৃষককে হাইব্রীড জাতের ধান ২ কেজি ও ৬শত কৃষককে বোরো উফশী ধানের বীজ ৫ কেজি ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সেই লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষি অফিসের পরামর্শে কৃষকরা বিভিন্ন পরামর্শ গ্রহন করে লাভবান হচ্ছেন।

আরও পড়ুন