বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Motorcyclist killed after being hit by train in Brahmanpara, Comilla.
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার মল্লিকাদীঘি এলাকার শশীদল ও সালদানদীর সেক্টরে ১৭৬ কিলোমিটার দুই-এর তিন নম্বর রেললাইনের কাছে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিটন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লিটন মিয়া তার মোটরসাইকেলে করে বাড়ি থেকে শশীদল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তিনি শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময়ই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর পরই এলাকাবাসী ও নিহতের স্বজনরা দ্রুত দুর্ঘটনাস্থল থেকে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

গত সোমবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার।

অন্যদিকে, কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি উল্লেখ করেন, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিহত ব্যক্তির লাশ নিয়ে চলে যান। এই মর্মান্তিক ঘটনায় কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন