বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

কুমিল্লার ‎ব্রাহ্মণপাড়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Workers' rally held in Brahmanpara, Comilla
কুমিল্লার ‎ব্রাহ্মণপাড়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জামায়াতে ইসলামীর দলীয় কার্য্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পাঠ করেন মাওলানা রেজাউল করিম। এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুন্সী আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা-৫ নির্বাচনী আসনের সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান।

বক্তারা বলেন, শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের ঘামে এদেশে সোনালী ফসল ফলে। কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার পায় না। সেজন্য শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমনীতি বাস্তবায়ন করবে জামায়াতে ইসলামী। এসময় উপজেলা ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন