বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, সহযোগী আটক

রাইজিং ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, সহযোগী আটক/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে সোমবার (২০ অক্টোবর) দুপুরে উত্তর শশীদল এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ এবং সংলগ্ন এলাকা থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ সময় কাউছার (৩০) নামের ইউপি সদস্যের এক সহযোগীকে আটক করা হলেও মূল অভিযুক্ত ইউপি সদস্য নূরুল ইসলাম পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উত্তর শশীদল এলাকায় ইউপি সদস্য নূরুল ইসলাম মেম্বারের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। প্রথমে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই মৃত আব্দুল হাকিমের ছেলে ও ইউপি সদস্য নূরুল ইসলামের সহযোগী কাউছারকে আটক করা হয়।

আটককৃত কাউছারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নূরুল ইসলামের বাড়ির ছাদে অভিযান চালানো হয়। সেখান থেকে শুকানোর জন্য রাখা আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে মোট ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, শশীদল ইউনিয়নের ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ি থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত কাউছারকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। একই সাথে, পলাতক ইউপি সদস্য নূরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন