মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদল ইউনিয়ন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকসেবী ও বিক্রেতাদের মধ্যে রমরমা ব্যবসায় চলে। সেজন্য সীমান্তবর্তী এলাকা তেতাঁভূমি গ্রামকে মাদকমুক্ত করতে এক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল কাইয়ুম কাজল এর সভাপতিত্বে ও বিল্লাল হোসেন মাষ্টার ও আশিক মাহমুদ এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহবুব আলম।
বক্তব্য রাখেন মোঃ শাহিন আলম, মোঃ আবু তাহের, মোঃ আলেক মিয়া মেম্বার, মোঃ আলী মিয়া, মোঃ সিরাজুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ হেলাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, সাকিব মাহমুদ, মোঃ ইসমাইল হোসেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক একটি দেশকে ধ্বংস করে দেয়। তরুণরা মাদক সেবনে বেশি জড়িয়ে পড়ছে। সমাজ থেকে মাদক দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তাহলেই মাদক দূর করা যাবে। সভায় সকলের সম্মিলিত সিদ্ধান্তে মাদক বন্ধ করার জন্য তেতাঁভূমি গ্রামবাসী একাত্নতা প্রকাশ করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC