কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে চালিয়ে ১২ শত মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর বাস্তবায়নে উপজেলার নাইঘর ও নাগাইশ গ্রামের জলাশয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নের্তৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তারেক রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান।
মৎস্য কার্য্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তারেক রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১২ শত মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC