সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, বিজিবির হাতে আটক ভারতীয় যুবক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Indian youth arrested by BGB for illegally entering Comilla's Brahmanpara border
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, বিজিবির হাতে আটক ভারতীয় যুবক/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর।

আটককৃত যুবকের নাম রবিন হোসেন (২৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার গৌরাঙ্গলা গ্রামের বাসিন্দা, তার বাবার নাম আব্দুল সালাম।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির একটি বিশেষ টহলদল অভিযান শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিনকে আটক করা হয়। সে সময় তিনি বাংলাদেশে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণসংক্রান্ত নথি দেখাতে ব্যর্থ হন।

শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে আটককৃত যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়।

আরও পড়ুন