আসন্ন পবিত্র ঈদ উল আযহা'কে কেন্দ্র করে অবৈধভাবে গরু মোটাতাজাকরন ঔষধ বিক্রি বন্ধে মাঠে নেমেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম টাটেরা কয়েকটি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করে।
এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদি কোন দোকানে অবৈধ গরু মোটা তাজাকরণ ইঞ্জেকশন বা ট্যাবলেট বিক্রয় হয়- এমন তথ্য থাকে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি কে (Whatsapp এ) অবহিত করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC