
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ কমিটি থেকে পদত্যাগ করলেন।
শনিবার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ইস্তফানামায় তিনি সংগঠনটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি আন্দোলনের অভ্যন্তরে 'সদিচ্ছার অভাব', 'জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটা' এবং 'ষড়যন্ত্রের শিকার' হওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন। হানিফের এই আকস্মিক সরে দাঁড়ানোর ঘটনা কুমিল্লায় আন্দোলনকারী ছাত্রসমাজ ও সংগঠনের অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে, যা জেলা কমিটির ভবিষ্যৎ নেতৃত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ইস্তফাপত্রে আবু হানিফ উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলা কমিটি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের মর্যাদা রক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার শহিদ ও অসংখ্য আহত জুলাই যোদ্ধার রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে গেছি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের চেতনার পরিপন্থী আচরণ আমাকে গভীরভাবে পীড়া দিয়েছে। বিবেকের তাড়নায় মনে করছি, এই পদে থেকে দায়িত্ব পালনে আমি অপারগত।
ইস্তফার ঘোষণায় সংগঠনের পদ ছাড়লেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত থেকে ভবিষ্যতেও সততা, সাহস ও বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আবু হানিফ বলেন, যেখানে শহীদদের আত্মত্যাগের মূল্য নেই এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি সেখানে আমি থাকতে চাই না। আজ থেকে বৈষম্যবিরোধী সংগঠনের সব পদ থেকে অব্যাহতি নিলাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC