
রাইজিং কুমিল্লা প্রতিবেদন
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইনসংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ইব্রাহিম আলী রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম আলীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩ হাজার ৪৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইব্রাহিম আলী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পায়ে হেঁটে অন্য একটি মাদক সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পুলিশের অভিযানে তিনি হাতেনাতে আটক হন।
স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং মাদক কারবারের মাধ্যমে নিজ এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি বড় মাদক সিন্ডিকেট জড়িত রয়েছে বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, “ইয়াবাসহ ইব্রাহিম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC