কুমিল্লায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট সড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তর পাড়ার মুন্সিবাড়ির মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে একটি চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাচ্ছিলেন রাসেল। কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাড়িটিকে আমরা শনাক্ত করতে পারিনি। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC