জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কুমিল্লার বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সৌদি আরব প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদৌসী বেগমকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম কুমিল্লা-বাগড়া সড়কে  মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে নিহত ফেরদৌসী বেগমের পরিবার, স্থানীয় গ্রামবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, গত ২৭ জুন ফেরদৌসী বেগম নিখোঁজ হন এবং চার দিন পর ১ জুলাই তাঁর বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুমের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক নূরজাহান বেগম, আনোয়ার হোসেন, রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লুসহ সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে, এলাকার মাদক প্রতিরোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

নিহত ফেরদৌসী বেগমের বাবা শামসুল আলম, দেবর আলমগীর হোসেন, ছেলে ইকরাম হোসেনসহ স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক মো. আব্দুল আওয়াল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নোয়াব মিয়া মাস্টার প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

আরও পড়ুন