কুমিল্লার বুড়িচং উপজেলায় মহাসড়কের পাশের পুকুর থেকে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে এক ব্যটারিচালিত-অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।
সনজিত চন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের পরলোকগত অধর দেবনাথের ছেলে।
নিহতের ছেলে অর্পণ দেবনাথ জানায়, তার বাবা ব্যটারী চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২৫ সেপ্টেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাতে সে আর বাড়ি ফেরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ২৬ সেপ্টেম্বর বুড়িচং থানায় একটি একটি নিখোঁজ ডায়েরি করে সে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন জানান, বিকেল ৩টায় পুকুর থেকে মরদহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জানান, প্রাথমিক ভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC