কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে থাকতে পারে এই তিন যুবক। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোন ট্রেনের দ্বারা এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সোহেল মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই বুড়িচং থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় জানার পরই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে তারা বিকট শব্দ শুনতে পান এবং পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তখনও দু'জন জীবিত ছিলেন, তবে কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হয়।
রসুলপুর সদর রেলওয়ে স্টেশনের মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানান, সকাল ৮টার দিকে স্টেশনের কর্মীরা কাজে যোগ দিতে যাওয়ার সময় স্থানীয়দের কাছ থেকে ট্রেনে কাটা পড়ার খবর পান। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করে তাকে বিষয়টি জানান।
তিনি আরও বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই রুটে চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই কোনো একটি ট্রেনের নিচে তারা কাটা পড়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC