ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই পোষ্টাফিস এলাকায় মঙ্গলবার (১১ জুন) ভো়রে চোরের ধাওয়া খেয়ে অজ্ঞাত গাড়িচাপায় মো. মনির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত মনির হোসেন দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন ও তার বন্ধু সাইফুল ইসলাম মঙ্গলবার ভোর ৪টার দিকে চান্দিনা মাছের আড়তে মাছ বিক্রি করার জন্য মোটরসাইকেল যোগে রওনা হন। এ সময় তাদের মাছের পিকআপ পেছনে ছিল।
মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, আমরা দুজন মহাসড়ক ধরে চান্দিনার মাছের আড়তে যাওয়ার সময় নিমসার পার হয়ে কোরপাই পোস্ট অফিস এলাকায় পৌঁছলে দেখি পিকআপযোগে ৩টি মহিষ ও একটি গরু নিয়ে যাচ্ছে। ওরা আমাদের সন্দেহ করে মোটরসাইকেলের গতি রোধ করে আমাকে মারধর করে।
এ সময় হোন্ডার টায়ার দা দিয়ে কুপিয়ে কেটে চাবি নিয়ে পালিয়ে যায়। আমি মনির হোসেনকে ফোন দিলে মোবাইল বন্ধ পাই। পরে অনেক লোক জড়ো হয় এবং চট্টগ্রামমুখী লেনে মনির হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সাইফুল ইসলাম আরও বলেন, আমাদের ওপর চোরেরা হামলা করলে মনির হোসেন লোকজন ডেকে আনতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় সে মারা গেছে।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ভোররাতে পিকআপ দিয়ে মহিষ নিয়ে চোরেরা যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা করে সাইফুল ইসলামকে মারধর করে। তার সঙ্গে থাকা মনির হোসেন মহাসড়কের অপর লেনে অজ্ঞাত গাড়িচাপা নিহত হন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC