কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার সহকরি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ছমিউল ইসলাম এর নেতৃত্বে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর বারাই গ্রামের প্রায় ১০০০ ফুট পাইব অকেজো করা হয় এবং ২৬ টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের মাধ্যমে অপসারন করা হয়।
এ সময় ১ ইঞ্চি ব্যাসের ২৫ পাইব যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ফুট এবং ২৬ টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়।
অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৩ জনকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম। অন্যান্য সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস এর কুমিল্লা এর বিভিন্ন বিভাগের ডিজিএম গন এবং বাখরাবাদ গ্যাসের এর উপ-ব্যবস্থাপক আব্দুর রউফ। আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC