মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

কুমিল্লার বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Rising Cumilla - Shaheb Ali
ছবি: সংগৃহীত

গত বছর কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

রবিবার (১৮ মে) সকালে উপজেলার কোরপাই এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাহেব আলী বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়াও তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহেব আলীর বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে বুড়িচংয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহেব আলী মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন