জানুয়ারি ২৭, ২০২৫

সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা গোলাম কুদ্দুছ আর নেই

মোস্তফা গোলাম কুদ্দুস। ছবি: সংগৃহীত

বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, ড্রাগন গ্রুপ ও সোনালী লাইফইন্সিওরেন্স কোঃ লিঃ এর চেয়ারম্যান, বিজিএমই এর দুইবারের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গোলাম কুদ্দুস আজ সকাল ৭:১০ মিনিটে ঢাকা এভারকেয়ার হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। (‎‎‎ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে মোস্তফা গোলাম কুদ্দুসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বাদ মাগরিব মোস্তফা গোলাম কুদ্দুসের নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার হাইস্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।