দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউমার্কেটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চালানো মোবাইল কোর্টে এক দোকানকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন।
এছাড়াও উক্ত কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC