এপ্রিল ২৮, ২০২৫

সোমবার ২৮ এপ্রিল, ২০২৫

কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

Rising Cumilla - lightning
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ মোট চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে মুরাদনগরের কুরবানপুরে দুজন কৃষক এবং বরুড়ার হরিপুর এলাকায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছার বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই মেধাবী ছাত্র, ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন (১৩), মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হালকা মেঘের মধ্যেই হঠাৎ নেমে আসে বজ্রপাত।

আরও জানা গেছে, বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পয়ালগাছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিপ্লব এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, নিহত দুই স্কুলছাত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একজন আহতও হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই দিনে আরও একটি বজ্রপাতের ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ (৬৪) এবং আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জুয়েল ভুঁইয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখিল ও জুয়েল পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। আকস্মিক বজ্রপাত তাদের জীবন কেড়ে নেয়। আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ মুঠোফোনে ঘটনার খবর পেয়েছে এবং নিহতদের মরদেহ তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন