ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এ জেড এম শফিউদ্দিন শামীম

A Z M Shofiuddin Shamim interacted with journalists at Barura in Cumilla
কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এ জেড এম শফিউদ্দিন শামীম। ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এস কিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরুড়া ঝলম রুচি বিলাস চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় এস কিউ ফাউন্ডেশন এর সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম।

এ জেড এম শফিউদ্দিন (শামীম) বলেন, আমার পিতা আড্ডা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ কাদের সাহেব যেভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন আমিও বরুড়া বাসির কল্যাণে কাজ করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চাইব, নৌকা পেলেও কাজ করব, না পেলেও চলমান কর্মসংস্থান ও সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম, এসময় বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা রোটাঃ ওমর ফারুক, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক সাংবাদিক জসীমউদ্দীন খোকন, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এমডি মহসিন মিয়া, এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ এর বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ও দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক এমডি আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ, সৌরভ লোধ, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ।

এ মতবিনিময় সভায় দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক মরহুম সাংবাদিক মোঃ ইউসুফ আলী কে মরণোত্তর সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।