কুমিল্লার বরুড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে |
আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলার ৯৪ টি পূজা মন্ডপে নির্বিগ্নে শারদীয় দূর্গা উৎসব পালনে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার আইন আনসার বাহিনী, পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং সহ সম্মিলিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পালন পালনে সকলকে সহযোগিতার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, সাধারণ সম্পাদক মাষ্টার তপন কৃষ্ণ বনিক, ইসলামিক ফাউণ্ডেশন বরুড়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়ার ৯৪ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ট্যাগ অফিসার বৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ।