মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার পাঁচথুবি ইউনিয়নে যৌথবাহিনীর অভিযান, দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Gender in Humanitarian Action program inaugurated in Noakhali
নোয়াখালীতে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন কার্যক্রমের উদ্বোধন/ছবি: বাসস

কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক সকাল ৬টায় যৌথবাহিনী কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে একটি দেশীয় পাইপগান এবং দুই রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। যৌথবাহিনীর এ ধরনের অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন