আজ শনিবার (২৭ মে) কুমিল্লা নগরীর চকবাজারে দৈনিক ও পাইকারি বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
পেঁয়াজ, আদা, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় ভাউচার যাাচাই করা হয়। ক্রয়মূল্য থেকে কারসাজি করে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রচেষ্টা, এছাড়াও মাংস, মুদি, কাঁচাবাজার ও হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।
বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC