বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Motorcycle head-on collision
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ/প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্যবসায়ী আ. হাবিব মজুমদার (৫২) এবং হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।

নিহত আ. হাবিব মজুমদার পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে, নিহত হাফেজ আরিফুর রহমান নয়ন ছিলেন নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পেড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার কেশতলা গ্রামের বাসিন্দা আ. হাবিব মজুমদার খিলা বাজারে তার জুয়েলারি দোকান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আ. হাবিব মজুমদারকে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল সেন্টারে এবং আরিফুর রহমান নয়নকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে. ফজলুল হক জানান, ঘটনার বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন