কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে ট্রাকচাপায় আলমগীর হোসেন নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছেন।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের বাঙ্গড্ডা মধ্য বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাহরাইন প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে মোটরসাইকেল চালিয়ে লাকসাম- চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা বাজারে আসেন আলমগীর।
এ সময় বাঙ্গড্ডা মধ্য বাজারে লাকসাম থেকে চৌদ্দগ্রাম অভিমুখী দ্রুতগতির বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিস্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে এবং ঘাতক চালক ও ট্রাক আটক করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ যাওয়ার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC