কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চোর সন্দেহে তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিম নগর উপজেলার দরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিরালা বেগম (৩৫), ছোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার (২২)।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক।
উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাহেনা বেগম নামে এক নারী বলেন, আমার স্বামী রফিককে মেডিসিনের ডাক্তার দেখাতে বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করি। ওই সময় অভিযুক্তদের মধ্যে একজন গলা টিপে ধরেন, অন্যজন কানের ধুল গলার চেইন চিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি চোর বলে চিৎকার দেই। এ সময় হাসপাতালের লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, 'চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC