
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিন জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় আবুল খায়ের ও সালেহ আহম্মদ নামের দুই ইউপি সদস্যের সমর্থকরা।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ তারিখে একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। এরপর দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো সম্প্রতি নিজ নিজ বাড়িতে ফিরে এলেও এলাকায় উত্তেজনা পুরোপুরি কমেনি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের সেই বিরোধ ও উত্তেজনার ধারাবাহিকতাতেই শুক্রবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC