কুমিল্লার নদ-নদীর তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক এই তালিকা প্রকাশ করা হয়।
গত সোমবার (১০ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও আহবায়ক জেলা নদী রক্ষা কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের নদ-নদীর তালিকা পুনঃপর্যালোচনা ও হালনাগাদ কমাটির সিদ্ধান্তের আলোকে কুমিল্লা জেলার সকল নদ-নদীর তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি কারো এই তালিকা সম্পর্কিত কোনো প্রকার মতামত বা আপত্তি থাকলে, তা আগামী ১৫ মার্চ ২০২৫ এর মধ্যে জেলা প্রশাসকের দপ্তরে লিখিতভাবে জানানো যাবে। এছাড়াও, [email protected] ই-মেইল ঠিকানায় মতামত পাঠানোর সুযোগ রয়েছে।
জেলা প্রশাসনের প্রকাশিত এই তালিকায় কুমিল্লার বিভিন্ন উপজেলার নদ-নদীর নাম, উৎস, পতন মুখ, দৈর্ঘ্য এবং রেকর্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এতে নদীগুলোর বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে প্রাথমিক শ্রেণিবিন্যাসও করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC