
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আনিসুজ্জামান পিপিএম। বর্তমানে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত এই কুমিল্লা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কর্মকর্তা ঢাকা জেলায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং শক্তিশালীকরণ এবং মানবিক বিভিন্ন উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC